রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে বদরুন খান মিতাকে নির্বাচনের আহ্বান

মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে বদরুন খান মিতাকে নির্বাচনের আহ্বান

স্বদেশ রিপোর্ট: মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি প্রেরণের প্রত্যয়ের মধ্য দিয়ে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১৪ এর কংগ্রেসওম্যান পদপ্রার্থী বদরুন খান মিতার ফান্ডরেজিং ডিনার অ্যান্ড রিসেপশান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভী বাজার-আইএমএফ, নিউইয়র্ক এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনের কর্মকর্তা নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলুল এবং হারুন আলীর পরিচালনায় অনুষ্ঠানে কংগ্রেসওম্যান প্রার্থী বদরুন খান মিতা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, মূলধারার রাজনীতিক আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক আবদুর রহিম বাদশা, শিক্ষাবিদ শেখ আল মামুন, বিশিষ্ট রিয়েলটর মইনুল ইসলাম, সিপিএ আহাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট রুহুল আমিন সিদ্দিকী, আলমাস আলী, শাহান খান, ফখরুল ইসলাম, বাছির খান, আবদুল ওয়াহিদ চৌধুরী জাকি, হাসান আলী, নজরুল ইসলাম, ইমাম জাকি আহমেদ, আবদুল মুসাব্বির, বুরহান উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, সারোয়ার চৌধুরী, ফিজা ফজিলাতুন্নেসা, জালাল চৌধুরী প্রমুখ। নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারবাসী ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ অনুষ্ঠানে। ফান্ডরেজিং সমাবেশে বদরুন খান মিতা বলেন, অভিবাসীদের অনেক সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন। তাকে সমর্থনের জন্য তিনি বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে বদরুন খান মিতার পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তার বিজয়। নির্বাচিত হলে তিনি ইউএস কংগ্রেসে অভিবাসী সমাজের কন্ঠস্বর হিসেবে জোরালো ভূমিকা রাখবেন। সে অধিকার ভোগের জন্যে প্রয়োজন সকলের সচেতনতা। এজন্য বসে থাকলে চলবে না, প্রয়োজন ভোট কাস্ট করা।ফান্ডরেজিং ডিনারে বাংলাদেশী কমিউনিটির বেশ ক’জনকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, আসন্ন ইউএস কংগ্রেসের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুইন্স-ব্রঙ্কস নিয়ে গঠিত কংগ্রেস ডিষ্ট্রিক্ট-১৪ এর প্রার্থী বদরুন খান মিতা। প্রাইমারিতে এ আসন থেকে নির্বাচিত বর্তমান কংগ্রেসওম্যান আলেক্সজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877