স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সাথে বৈঠক করতে বিলওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা আসিফ আলী জারদারিসহ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতারা বিশেষ বিমানে দুবাই গেছেন।
পিপিপির সূত্রে জানা গেছে, জারদারি বেশ কয়েক দিন দুবাই থাকবেন। তিনি নওয়াজ শরিফের সাথে বৈঠক করবেন। নওয়াজ এক দিন আগেই লন্ডন থেকে দুবাই পৌঁছেছেন। নওয়াজ দেশে ফেরার পরিকল্পনা করছেন- এমন খবরের মধ্যে জারদারি ও বিলাওয়াল দুবাই গেলেন তার সাথে সাক্ষাতের জন্য। তারা পাকিস্তানের অর্থনীতি, আসন্ন সাধারণ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে তিনি লন্ডন গিয়েছিলেন।
নওয়াজ দুবাই যাওয়ার পর তার মেয়ে এবং পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ামও তার ছেলে জুনায়েদ সফদার ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে লাহোর থেকে দুবাই যান।
দুবাইতে নওয়াজ শরিফ থাকছেন এমিরেটস হিলের বাসায়। এটি পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের ছেলে এবং নওয়াজের ছোট জামাতা আলী দারের বাসা। উল্লেখ্য, আলী দার বিয়ে করেছেন মরিয়ামের ছোট বোন আসমা শরিফকে।
রোববার নওয়াজ শরিফ ও মরিয়াম দুবাই রাজ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।
সূত্র : জিও নিউজ