বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

‘কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল’, এবার ‘বুঝলেন’ শেবাগ

‘কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল’, এবার ‘বুঝলেন’ শেবাগ

স্বদেশ ডেস্ক:

টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই নেতিবাচক সব কারণে খবরের শিরোনামে আসছে ওম রাউতের পরিচালনায় নির্মিত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রভাষ, কৃতি শ্যানন এবং সাইফ আলি খানের মতো তারকা। এটি মূলত হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে ভারতীয় পৌরাণিক অ্যাকশন সিনেমা।

তবে সিনেমাটির ভিএফএক্স, চিত্রায়ন এবং সংলাপের কারণে এরই মধ্যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, দর্শক এবং সিনেমাবোদ্ধাদের দ্বারা ব্যাপক সমালোনার মুখোমুখি হয়েছে। সমালোচনা করতে ছাড়েননি ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগও। সিনেমাটি দেখে হতাশা প্রকাশ করেছেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

শেবাগ টুইটারে প্রভাষকে ইঙ্গিত করে কৌতুকের ভঙ্গিতে লিখেছেন, ‘আদিপুরুষ দেখার পর আমি উপলব্ধি করলাম, কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল।’

শেবাগ মূলত প্রভাষের ২০১৫ সালের সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার প্রেক্ষাপট টেনে সমালোচনা করেছেন। সিনেমাটির শেষদিকে বাহুবলীর মৃত্যু হয়। সিনেমার কাটাপ্পা নামের একটি চরিত্র বাহুবলীকে খুন করে। কাটাপ্পা মূলত সিনেমাটির কল্পিত রাজ্য মাহিশমতির সেনাপতি যাকে মামা বলে সম্বোধন করত বাহুবলী। ‘কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল’ সেটি নিয়ে দর্শকদের মধ্যে সিনেমা শেষ হওয়ার পরও রয়ে গিয়েছিল আগ্রহ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কথা কম ওঠেনি।

‘আদিপুরুষ’ সিনেমাটি শুধু সমালোচনার মধ্যেই থাকেনি। সিনেমাটির পরিচালক ওম রাউত, লেখন মনোজ মুনতাশির শুক্লা এবং প্রযোজকদের বিপক্ষে এফআইআর দায়েরেরও আবেদন করেছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন।’ এ বিষয়ে মুম্বাই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিও লেখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877