রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ছাদ থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন মা, মমতার অনন্য দৃষ্টান্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ছাদ থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মিসরীয় এক নারী। এ সময় ওই নারী নিজেই ছাদ থেকে পড়ে প্রাণ হারান।

রোববার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদমাধ্যমটি জানায়, লেবাননের উত্তরাঞ্চলীয় একটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওই নারীর নাম লুবনা। ছেলেকে বাঁচাতে পারলেও এ সময় তিনি ছাদ থেকে পড়েন যান এবং মৃত্যুবরণ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরপরই দ্রুত সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনলাইনে সক্রিয়রা লুবনার এমন মমত্ববোধের প্রশংসা করে তার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ