বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

রাশিয়ার অভ্যন্তরে বিদ্রোহ নিয়ে যা বললেন জেলেনস্কি

রাশিয়ার অভ্যন্তরে বিদ্রোহ নিয়ে যা বললেন জেলেনস্কি

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের সামরিক বিদ্রোহে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়ার দুর্বলতা স্পষ্ট এবং মস্কো যত বেশি সময় ইউক্রেনে তার সৈন্য ও ভাড়াটে সৈন্যদের রাখবে, তত বেশি বিশৃঙ্খলা ঘটবে।’

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ওয়াগনার ভাড়াটে প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের স্পষ্ট বিদ্রোহের মধ্যে তিনি টুইটারে এই মন্তব্য করেছেন।

টুইটারে তিনি বলেন, ‘রাশিয়ার দুর্বলতা স্পষ্ট। সম্পূর্ণ-স্কেল দুর্বলতা এবং রাশিয়া যত বেশি সময় তার সৈন্য এবং ভাড়াটে সৈন্যদের আমাদের ভূমিতে রাখবে, তত বেশি বিশৃঙ্খলা, যন্ত্রণা এবং সমস্যা তার নিজের ওপর এসে ভীড়বে।’

শুরু থেকেই রাশিয়ার ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে ইউক্রেন। ওয়াগনার ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট প্রশাসন থেকে শুরু করে সামরিক নেতৃত্ব পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত একমাত্র মন্তব্যটি মিখাইলো পোডোলিয়াকের কাছ থেকে এসেছে। তিনি ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র উপদেষ্টা। তিনি রাশিয়ার অভিজাতদের মধ্যে সুস্পষ্ট বিভক্তির দিকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে সবকিছুই এখন রাশিয়ায় ঘটতে শুরু করেছে।

রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিসের ডিরেক্টর রাজন মেনন। তিনি বলেছেন, সর্বশেষ উন্নয়ন দেখে রুশ নেতারা চিন্তিত হবেন। এটি একটি উদ্ভাসিত সঙ্কট এবং আমি মনে করি না আমরা এর শেষ দেখেছি।’

তিনি বলেন, ‘আকর্ষণীয় প্রশ্ন হল যে প্রিগোজিন একটি একা নেকড়ে হিসেবে কাজ করছে, যা আত্মঘাতী এবং অযৌক্তিক হবে। তিনি এখনো এর কোনো লক্ষণ দেখাননি বা তিনি অন্যান্য শক্তি দ্বারা সমর্থিত কিনা আমরা জানি না। তবে এটি দেখার মতো কিছু।’

তিনি আরো বলেন, ‘তিনি আগে থেকে এগিয়ে চলেছেন এবং এখন তিনি রুশ রাষ্ট্র এবং পুতিনকে ব্যক্তিগতভাবে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877