বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

ভরাডুবির আশঙ্কায় ‘আদিপুরুষ’

ভরাডুবির আশঙ্কায় ‘আদিপুরুষ’

স্বদেশ ডেস্ক:

গত ১৬ই জুন মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ছিল আলোচনার তুঙ্গে। তবে নিম্নমানের সংলাপ থেকে খারাপ ভিএফএক্স, সব মিলিয়ে দর্শক ছবিটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমনকি, ক্ষোভ প্রকাশ করে ছবিটি নিষিদ্ধের দাবি জানিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এতে ভরাডুবির আশঙ্কায় পড়েছে সিনেমাটি।

পাশাপাশি দক্ষিণী তারকা প্রভাসের ছবি হওয়ায় উৎসাহ আরও বেড়ে গিয়েছিল দর্শকের মধ্যে। তার উপরে ধর্মীয় ভাবাবেগের সুড়সুড়ি তো রয়েছেই! হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর সিনেম্যাটিক সংস্করণ বলে কথা, ছবির জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ইত্যাদি ভাষাতেও মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত এই ছবি। ছবি মুক্তি প্রথম সপ্তাহান্তে বক্স অফিস পরিসংখ্যানের নিরিখে খারাপ ব্যবসা করেনি ‘আদিপুরুষ’। গ্রাফের পতন শুরু তার পর থেকেই। নিম্নমানের সংলাপ থেকে খারাপ ভিএফএক্স, সব মিলিয়ে ছবির সমালোচনায় শামিল সাধারণ দর্শক। এমনকি, ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তাবড় হিন্দুত্ববাদী সংগঠনও। ছবি নিষিদ্ধ করা নিয়ে আওয়াজ উঠেছে বেশ কিছু মহলে। গোদের উপর বিষফোড়া হয়েছে ছবির ব্যবসার অঙ্ক। চলতি সপ্তাহে ‘আদিপুরুষ’-এর ঝুলিতে আসা টাকার অঙ্কের পরিমাণ বেশ কম। বেনজির এই ভরাডুবি বাঁচাতে তাই এ বার অন্য পথে হাঁটা শুরু করলেন ছবির নির্মাতারা। সপ্তাহের মাঝেই টিকিটের দাম কমিয়ে করে দেওয়া হল মাত্র ১৫০ টাকা। ‘প্রত্যেক ভারতীয় দেখবে আদিপুরুষ’, এই মর্মে টিকিটের নতুন দাম ঘোষণা ছবির নির্মাতাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877