বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

২০২৪-এ বিজেপিকে সরাতে ১৫ দলের একসঙ্গে লড়ার অঙ্গীকার

২০২৪-এ বিজেপিকে সরাতে ১৫ দলের একসঙ্গে লড়ার অঙ্গীকার

স্বদেশ ডেস্ক:

২০২৪-এর লোকসভা নির্বাচনে ১৫ রাজনৈতিক দল একসঙ্গে লড়ার অঙ্গীকার করল। গৃহীত হল মমতা বান্দোপাধ্যায় এর ‘ফর্মুলা ওয়ান ইস টু ওয়ান’। অর্থাৎ যেখানে যে দল শক্তিশালী সেখানে সেই দল লড়বে। অন্যরা তাদের সমর্থন দেবে। সমস্ত বিভেদ এবং ইগো দূরে সরিয়ে রেখে যে দলগুলি এক ছাতার নিচে আসছে সেগুলি হল- কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এন সি পি, আপ, সি পি এম, সি পি এম এল, সি পি আই, শিবসেনা, পি ডি পি, এন সি, জে ডি ইউ, আর জে ডি, এস পি, এবং আরও কয়েকটি দল। তাবড় বড় নেতারা এই বৈঠকে অংশ নেন।

ছিলেন বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী। প্রায় চার ঘন্টা বৈঠকের শেষে রাহুল গান্ধী বলেন, কিছু ব্যাপার নিয়ে আমাদের ছোট খাটো মতপার্থক্য আছে, কিন্তু তার জন্যে বিজেপি বিরোধী জোট করতে করতে অসুবিধা হবেনা। ২০২৪-এ আমরা বিজেপিকে গদি ছাড়া করবোই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপি সরকারের প্রতিহিংসা মূলক আচরণের কথা বলেন। তিনি রাজ্যপাল কে আক্রমণ করে বলেন বাংলা চালানোর চেষ্টা হচ্ছে রাজভবন থেকে। মমতা এটাও জানান যে বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন স্ট্রাটেজি নেওয়া হবে।ঠিক হয়েছে পরবর্তী বৈঠক সিমলায় হবে দশ কিংবা বারো জুলাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877