বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

স্বদেশ ডেস্ক:

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার বেন্ডসেন।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টার দিকে নরওয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পৌঁছায়। বিকেলে তারা কক্সবাজারে ফিরে যান।

এ সময় এসপেন রিকটার বেন্ডসেন দাতা সংস্থা ইউএনএইচসিআর, আইও এম ও ডব্লিউ এফপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন।

শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ইনচার্জ তানভীর আহমেদ জানান, এসপেন রিকটার বেন্ডসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের একটি সোলার মিনি গার্ড, ২৬ নম্বর ক্যাম্পের ই/০৪ ব্লকে এনআরসি অফিসসহ লেদা ক্যাম্প ২৪ এ অবস্থিত আইওএম পরিচালিত প্লাস্টিক বর্জ্য দ্বারা তৈরিকৃত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। একইসাথে হ্নীলা স্টেশনে অবস্থিত বাঁশের তৈরি বিভিন্ন স্টোর ও প্রক্রিয়াজাতকরণ স্থানগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি বদরুল ইসলাম জানান, নরওয়ের রাষ্ট্রদূত আমাদের সাথে কথা বলেন। তারা আমাদের নানা বিষয়ে খোঁজ-খবর নেন। আমরা প্রতিনিধিদলের কাছে জানিয়েছি দাতা সংস্থাগুলো দিনদিন আমাদের খাদ্য সামগ্রী কমিয়ে ফেলছে। খাদ্যের পরিমাণ কমানোর কারণে ক্যাম্পে অপরাধ বাড়ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877