স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রথম নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস। আগামী শনিবার (১ জুলাই) জামাইকার ওয়েক্সফোর্ড ট্যারেসের মেরি লুইস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত সঙ্গীতানুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীরা ছাড়াও গাইবেন দেশ বিদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ফুয়াদ। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
সঙ্গীতানুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ যুক্তরাষ্ট্রের দানশীল সংস্থা ‘দ্য অপ্টিমিস্টস’-এর তহবিলে প্রদান করা হবে বলে জানান আয়োজক রাহাত মোক্তাদির। তিনি বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে কোন প্রবেশ মূল্য নেই। তবে কেউ উৎসাহী হয়ে কেউ কিছু দান করলে সেই অর্থ আমরা দানশীল সংস্থা ‘দ্য অপ্টিমিস্টসের তহবিলে জমা করবো। গতানুগতিক নয় ব্যতিক্রমি এ অনুষ্ঠানে আসার জন্য তিনি যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
এবারে নতুন প্রজন্মের শিল্পীদের তালিকায় রয়েছেন প্রিয়াংবদা ব্যানার্জি, সোনিয়া লাক্মিন লাবনি, রু্দাবা, রানান, জোনাথন ও জাস্টিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে থাকবে এ সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ফুয়াদ। শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করবেন নিউ ইয়র্কের জনপ্রিয় ‘মাটি ব্যান্ড’।
ফুয়াদ ১৯৮৮ সালে আট বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসেন। যুক্তরাষ্ট্রে আসার পর একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। তিনি সবসময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকতেন। অবশেষে ১৯৯৩ সালে মধু, হিমেল, শুমন এবং ফ্রেডকে সাথে নিয়ে তিনি একটি ব্যান্ড দল ‘যেফির গঠন করেন। ১৯৯৯ সালে ব্যান্ড ভেঙে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা অনেকগুলো গান রেকর্ড করেন। তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাংলাদেশি বসবাসকারীদের জন্য দুইটি এলবাম মায়া ১ এবং মায়া ২ বের করেন।
ফুয়াদ জনপ্রিয়তা লাভ করেন তার সঙ্গীতায়জনে মিলার কন্ঠে বাপুরাম সাপুরে এবং রুপবানে নাচে কোমর দোলাইয়া গানে। এছাড়াও ওয়ার্ল্ড কাপ টি-২০ থিম সং ‘চার ছক্কা হই হই’ গানেও তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।
যেফির ব্যান্ড ছেড়ে আসার তার প্রথম রেকর্ড হল ‘রি-এভুলেশন।। অবস্কুর ব্যান্ডের কীবোর্ড বাদক সোহলে আজিজের সহায়তায় এই এলবামটি বের হয়। এই এলবামটিতে প্রধান গায়ক ও গৌণ গায়কের গাওয়া ১৪ টি গান অন্তর্ভুক্ত আছে। এই এলবামে আসল গানের পাশাপাশি একই গানের রিমিক্স গান অন্তর্ভুক্ত আছে। লিটুর ‘সিলতি’ অনীলা নাজ চৌধুরীর ‘ঝিলমিল’, আমরিন মুসার ‘ভ্রমর কইয়ো’ এবং ‘মন চাইলে মন’ এর রি-মিক্সড গান এই এলবামে অন্তর্ভুক্ত আছে। ফুয়াদ’স ভ্যারিয়েশন নং ২৫ প্রযোজিত হয় ২০০৬ সালে। ২০০৬ সালে এরপর জি-সিরিজ এবং আরশির ব্যনারে এই এলবামে আরো দুইটি নতুন গান অন্তর্ভুক্ত করে পূর্বের এলবামটি ভ্যারিয়েশন নং ২৫.২ নামে পুনরায় বের করা হয়। এই এলবামের কয়েকটি গানের নাম হলঃ পুনমের ‘নবীনা’ রাজিব/ফুয়াদের ‘নিটোল পায়ে’ এবং বাপ্পা মজুমদারের ‘কোন আশ্রয়’। ফুয়াদের ‘বন্য’ এলবামটি বের হয় ২০ জুলাই, ২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে।
এই এলবামের কয়েকটি গানের নাম হলো উপলের ‘তোর জন্য আমি বন্য’, ফুয়াদ/বিশপের ‘বন্য র্যাপ’, ফুয়াদের ‘জংলী’, দা-দুষ্ট নাম্বার’ এবং নিটোল পায়ে (লাইভ)। ফুয়াদ আরো কিছু এলবামে কাজ করেছেন। যেমনঃ সুমন ও অনীলা’র ‘এখনো আমি’, তপুর (যাত্রী’র কন্ঠে) ‘বন্ধু হবে কি?, ফুয়াদ ফিচারিং কনা, ফুয়াদ ফিচারিং মালা, ফুয়াদ ফিচারিং মিলা ‘রি-ডিফাইন্ড’ এবং ফুয়াদ ফিচারিং বিভিন্ন শিল্পী ‘ক্রমান্বয়’ বের হয় ২০০৮ সালের ডিসেম্বরে। তিনি শেরিন, অনীলা, সুমন, তপু এবং অন্যান্য শিল্পীদের বিভিন্ন একক ও মিক্সড এলবামেও কাজ করেছেন।
ফুয়াদের পরিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ব্যবসায় জড়িত। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি ফুয়াদ মায়াকে বিয়ে করেন। তাঁর স্ত্রী মায়া, কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক। ৪ ফেব্রুয়ারি, ২০১৬ তে এই দম্পতির কন্যা আজালিয়া এবং ২০২১ সালে ছেলে জেন জন্মগ্রহণ করে্ন। বর্তমানে ফুয়াদ লিস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। সেখানে তার ব্লাক বক্স স্টুডিও পরিচালনা করছেন।