বিনোদন ডেস্ক: ‘প্রি হানিমুন’ সেরে এসেছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ও তানিন তানহা। কিন্তু তাদের এই অর্ধ মধুচনন্দ্রিমায় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন ওয়ালিউল হক রুমি।
না, এটা আদৌ কোনো সত্য ঘটনা নয়। একটি নাটক, যেখানে অভিনয় করেছেন এই অভিনয় শিল্পীরা। প্রি হানিমুন নাটকটি নির্মাণ করেছেন অতনু আদিত্য। নাটকটির রসায়ন কেমন, তা শীঘ্রই টিভি পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
নাটকটি নিয়ে কথা হলে মিশু বলেন, ‘চমৎকার একটা গল্পে অভিনয় করলাম। নির্মাতা অতনু আদিত্য একইসঙ্গে বুদ্ধিদীপ্ত ও সরলভাবে গল্পটা ক্যামেরায় তুলে এনেছেন। তানিন তানহা এবং ওয়ালিউল হক রুমির চরিত্রানুগ অভিনয় নাটকটি উপভোগ্য করে তুলবে। আশা করি দর্শক মুগ্ধ হবেন।’
তানিন তানহা বলেন, ‘আমার খুব ইচ্ছে করছে দারুণ এই গল্পটা এখনই শেয়ার করে ফেলি। কিন্তু সেটা ঠিক হবে না। মানুষ ও সহকর্মী হিসেবে অভিনেতা মিশু সাব্বির খুবই হেল্পফুল। অতনু আদিত্যের সহজ নির্দেশনায় কাজটাকে উপভোগ করেছি। এবার দর্শকের উপভোগের পালা।’
সম্প্রতি উত্তরায় শুটিং সম্পন্ন হওয়া নাটকটি রচনা করেছেন পরিচালক অতনু আদিত্য নিজেই। তিনি জানান, এটি একটি হাস্যরসাত্মক গল্প। কিন্তু এ গল্প আপনাকে হাসতে হাসতে জীবনের ভিন্ন বাঁকের ছবি নিয়ে ভাবাবে। প্রি-হানিমুন এখন এডিটিং রুমে প্রিভিউ হচ্ছে। দ্রুতই একটি বেসরকারি চ্যানেলে দর্শকদের মুগ্ধ করতে নাটকটি সম্প্রচারিত হবে।
‘৯০ মিনিটস ফিল্ম’-এর ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন সঞ্জীব বাবু।