বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রাশমিকা 

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

কর্মজীবনে একের পর এক সাফল্যের সিঁড়ি ভাঙছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভক্তদের দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। শুরু থেকেই দক্ষিণী সিনেমায় ছিলেন ব্যাপক জনপ্রিয়। এরপর বলিউড ছবিতেও পা রেখেছেন তিনি। রণবীর কাপুরের বিপরীতে বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ও দেখা যাবে তাকে।

বর্তমানে আল্লু অর্জুনের বিপরীতে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত রাশমিকা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০শে জানুয়ারি মুক্তি পায় এটি। সময়টাও বেশ ভালোই যাচ্ছিলো তার। এরই মাঝে বিপত্তিতে পড়লেন এই অভিনেত্রী। মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন রাশমিকা।

তার ম্যানেজার ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ টাকার বেশি) আত্মসাৎ করার খবর সামনে আসে।যদিও ইন্ডিয়া টুডে দাবি করেছে, রাশমিকার ম্যানেজার এ অর্থ আত্মসাৎ করেননি। দীর্ঘদিন ধরে রাশমিকার সবকিছু দেখাশোনা করেছেন। ব্যক্তিগত কারণে সুন্দরভাবে চাকরি ছেড়েছেন তিনি। আত্মসাতের কারণে তাকে চাকরিচ্যুত করার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনোরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাশমিকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ