শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবাধিকার ইস্যুতে মোদির সাথে কথা বলতে বাইডেনকে ৭৫ মার্কিন আইনপ্রণেতার চিঠি

মানবাধিকার ইস্যুতে মোদির সাথে কথা বলতে বাইডেনকে ৭৫ মার্কিন আইনপ্রণেতার চিঠি

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েক ডজন সহকর্মী ডেমোক্র্যাট তাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য অনুরোধ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করে জানিয়েছে, মোট ৭৫ জন ডেমোক্র্যাটিক সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্যরা উক্ত চিঠিতে স্বাক্ষর করেছেন।

মার্কিন আইনপ্রণেতারা জানান, ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদপত্রের স্বাধীনতা, ইন্টারনেটে প্রবেশাধিকার এবং সুশীল সমাজের সংগঠনগুলোকে টার্গেট করার বিষয়ে তারা উদ্বিগ্ন।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং রিপ্রেজেনটেটিভ প্রমিলা জয়পালের নেতৃত্বে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, “কোনও নির্দিষ্ট ভারতীয় নেতা বা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি না৷ এটা ভারতের জনগণের (নিজেদের) সিদ্ধান্ত। কিন্তু, আমরা সেইসব গুরুত্বপূর্ণ নীতিগুলোর সমর্থনে দাঁড়িয়েছি যেগুলো আমেরিকান পররাষ্ট্র নীতির মূল অংশ হওয়া উচিত।”

চিঠিতে লেখা হয়ঃ প্রধানমন্ত্রী মোদির সাথে আপনার সাক্ষাতের সময় আপনি যেনো আমাদের দুই মহান দেশের মধ্যে একটি সফল, শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেন, আমরা সেটাই চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877