বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

ভোট দিয়ে যা বললেন সিলেটে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।’

আজ বুধবার সকাল ৮টায় সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সেন্টারে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান এ কথা বলেন।

সকালে তিনি সপরিবারে ভোটকেন্দ্রে পৌঁছান এবং তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

নৌকার প্রার্থী বলেন, ‘সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘তারপরও যদি পরাজিত হই তা মেনে নেব। কাউকে দোষারোপ করব না।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। বিজয়ী হলে তার পরামর্শে নগরবাসীকে সঙ্গে নিয়ে চলব।’

এর আগে, সকালে আনোয়ারুজ্জামান চৌধুরী তার বৃদ্ধ মায়ের দোয়া নিয়ে বাসা থেকে বের হন। শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ