মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়ার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বর্ধিত এই ফি শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত এনআইভি, যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার ২৮৭ টাকা) থেকে ১৮৫ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (H, L, O, P, Q, ও R শ্রেণীর) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন-ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার (২০ হাজার ৫২৯ টাকা থেকে প্রায় ২২ হাজার ১৫০ টাকা) করা হয়েছে।

চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণী) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার (২২ হাজার ১৫০ টাকা থেকে ৩৪ হাজার ৩৫ টাকা) করা হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ