বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

ব্রাজিলে সাইক্লোনে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

ব্রাজিলে সাইক্লোনে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

স্বদেশ ডেস্ক:

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সাইক্লোনে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ হয়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে।

আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তবর্তী রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের সরকার এক বিবৃতিতে বলেছে, রাজ্যের সুরক্ষা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে সাইক্লোনে ১১ জন মারা গেছে।

এছাড়া কারাতে ১৮ জন এবং ট্রেস ফোরকুইহাসে আরো দুজন নিখোঁজ রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে ২,৩৩০ জন তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছেড়ে গেছে এবং ৬০২ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইটে সরকারি ও উদ্ধার কর্মকর্তাদের সাথে নিয়ে শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, গত দুদিনে উদ্ধারকর্মীরা প্রায় ২ হাজার ৪০০ লোককে উদ্ধার করেছে।

তিনি আরো বলেছেন, এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য মানুষের জীবন বাঁচানো এবং বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে উদ্ধার করা এবং নিখোঁজদের চিহ্নিত ও পরিবারগুলোকে সমর্থন দেয়া।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে।

জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877