রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

বিগ বসে কোনো ‘নোংরামি’ নয়, হুঁশিয়ারি সালমান খানের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’ রিয়েলিটি শো নিয়ে প্রায়ই বিতর্ক ওঠে। এবার প্রতিযোগীদের ‘ভাইজান’ বললেন, ‘বিগ বস’ নিয়ে বিতর্ক হোক কিন্তু এমন কিছু করা যাবে না যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে বেমানান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গতকাল শুক্রবার একটি ডাবল ডেকার বাসে চড়ে ‘বিগ বস ওটিটি’র নতুন সিজনের প্রচারণা চালান সালমান খান। সেখানে সাংবাদিকরা তার কাছে ‘বিগ বস’-এর এবারের নিয়ম-কানুন সম্পর্কে জানতে চান। জবাবে সালমান বলেন, ‘বিগ বস নিয়ে প্রচুর বিতর্ক হয়। সেটা ভালো। কিন্তু এমন কিছু যেন না হয়, যা দর্শকদের ভালো লাগবে না। বিশেষ করে বিগ বসের ঘরে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে। এমন কিছু এখানে হবে না যাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হয়।’

আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ওটিটি’র নতুন সিজন। এর আগে পরিচালক ফারহা খান ও করণ জোহর ‘বিগ বস ওটিটি’র সঞ্চালনা করেছিলেন। তবে তাদের সঞ্চালিত ‘বিগ বস’ দেখে হতাশ হয়েছেন অনেক দর্শকই। তাই টেলিভিশনের পাশাপাশি ‘বিগ বস ওটিটি’ও সঞ্চালনা করবেন সালমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ