স্বদেশ ডেস্ক:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঠপর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের মোটিভেশন ও মনিটরিংয়ের অভাবে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর পিলখানায় সীমান্ত সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্তে বিএসএফের লোয়ার লেভেলে যারা কাজ করে, তাদের মোটিভেশনের অভাব বা অন্য কোনো কারণ থাকতে পারে। সীমান্ত হত্যা বন্ধে আমি এসব বিষয় গুরুত্ব দিয়েছি সম্মেলনে। বিএসএফ যদি তাদের কন্ট্রোলিংয়ের বিষয়টি আরও বাড়ায় এবং এসব বিষয় যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে এসব বিষয়ে সুফল পাওয়া যাবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে, যা অনেকটা কোয়েনসিডেন্ট। তবে সীমান্তে যেকোনো হত্যাকাণ্ডের ঘটনা বিজিবি কিংবা বিএসএফের জন্য বিব্রতকর।
গত ১১ জুন থেকে ১৪ জন পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।