বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

মেসির রেকর্ড দ্রুততম গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

মেসির রেকর্ড দ্রুততম গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

স্বদেশ ডেস্ক:

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি ছিল আর্জেন্টিনার তৃতীয় প্রীতি ম্যাচ। আগের দুই প্রতিপক্ষ পানামা এবং কিরাসাও তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ছিল লড়াইয়ের সম্ভাবনা। বিশ্বকাপের গ্রুপপর্বে আসা কষ্টার্জিত সেই জয়ের স্মৃতি তো আছেই।

তবে সব সম্ভাবনা উড়িয়ে দিল লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসি এবং জার্মান পাজ্জেলার গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ তুলে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা।

চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচ। দ্বিতীয় মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে কিছুই করার ছিল না অস্ট্রেলিয়ার গোলকিপারের। ক্যারিয়ারে ৮০০’র বেশি গোল আছে মেসির। তবে ম্যাচ শুরুর ১২০ মিনিটের মধ্যে এই প্রথম গোল দিলেন মেসি। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তারা।

৬৮ মিনিটে আবারো এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার গোল দেন দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলাস ওতামেন্দির বদলে মাঠে নামা পাজ্জেলা। দারুণ হেডে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দিবে আর্জেন্টিনা। সেখানে দেশটির বিপক্ষে ১৯ জুন আরো একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। এরপর কিছুদিন বিরতিতে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপরই ইন্টার মায়ামিতে যোগ দিবেন তিনি।

চীনে মেসির এটি সপ্তম সফর। এর আগের ছয়বারের যাত্রার মধ্যে আছে ২০০৮ সালের অলিম্পিক অভিযানও। সেবার সোনা জেতার গৌরব অর্জন করে আর্জেন্টিনা দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877