বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি ক্ষমতা চায় না, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়: ফখরুল

বিএনপি ক্ষমতা চায় না, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়: ফখরুল

স্বদেশ ডেস্ক:

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতা চায় না; আমরা জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। ভোটের অধিকার, চাকরির অধিকার, বেঁচে থাকার অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে বিএনপি। এই লড়াইয়ে যুবক ও তরুণদের আগ্রগামী ভূমিকা পালন করতে হবে।’

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচন মানে দেশের মানুষকে বোকা বানানো এবং ধোকা দেওয়া। নির্বাচনের নামে মিথ্যা কথা বলা; সেই নির্বাচন আমরা আর চাই না। নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিয়ে নির্বাচন করতে হবে। এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে তরুণদের এগিয়ে আসতে হবে। সেই দায়িত্ব নিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না। আমেরিকা স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে। কেন দিল? র‌্যাবকে কারা ব্যবহার করেছে। প্রশাসনযন্ত্রকে কারা ব্যবহার করেছে, র‌্যাবকে কারা বলেছে, আমাদের ভাইদের তুলে নিয়ে গুম করতে। ৬০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছে। ১২ বছর ধরে ইলিয়াস আলীর খবর নেই। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে এই সরকার।’

আমেরিকার ভিসানীতিতে ভয় পায় না বলে দাবি করলেও সরকারের হাঁটুতে কাঁপন ধরেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘কারণ তাদের সব কিছু তো বিদেশে। টাকা পাচার করেছে বিদেশে। এইবার যদি তুমি ভোটে আবার কারচুপি করতে যাও, দিনের ভোট রাতে কর, ওই কুত্তা মার্কা নির্বাচন করলে এবার আর তোমাদের রেহাই নাই।’

বাংলাদেশকে রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশকে রক্ষা করতে হবে। সরকার জোর করে, প্রতারণার করে ক্ষমতায় বসে আছে। প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে। চাকরি নেই, কাজ নেই, ব্যবসা নেই। দেশের তরুণ সমাজ বড় সংকটে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ আজ বাজারে যেতে পারে না। সব ধরনের পণ্যের দাম বেড়েছে। মানুষের মনে শান্তি নেই; স্বস্তি নেই। কেবল আওয়ামী লীগের সুবিধাভোগীরা ভাল আছে; কারণ তারা লুঠের টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বহু কিছু কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার। এমন দেশ কেউ চায়নি। গণতান্ত্রিক একটি দেশের জন্য সবাই মুক্তিযুদ্ধ করেছিল।’

উন্নয়নের নামে সরকার জনগণের টাকা পকেটে নিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আজ দেশে বিদ্যুৎ নেই। জনগণের কাছ থেকে অগ্রিম টাকা নেয়; এই টাকা গেল কই। এই টাকা হাসিনা সরকারের পেটে। বড় বড় উন্নয়ন প্রকল্প নিয়েছে, এতে দেশের কোনো উন্নয়ন হয়নি, নিজেদের উন্নয়ন হয়েছে।’

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

এদিকে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল কাজিড় দেউড়ি এলাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। বিকেল ৩টায় সমাবেশ কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়ে। দক্ষিণে লাভ লেইন, উত্তরে আলমাস সিনেমা, পূর্বে আশকার দীঘি ও পশ্চিমে ইস্পাহানি মোড় পর্যন্ত নেতাকর্মীদের সমাগম ঘটে। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877