বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

সৌদি আরবে ব্যাংকে বেতন পাবেন বাংলাদেশি গৃহকর্মীরা

সৌদি আরবে ব্যাংকে বেতন পাবেন বাংলাদেশি গৃহকর্মীরা

স্বদেশ ডেস্ক: সৌদি আরবে বিভিন্ন জায়গায় কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের কাছ থেকে কোনো নেতিবাচক অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন দেশটির শ্রম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবু থুনিয়ান। তিনি বলেছেন, গৃহকর্মীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে এবং ব্যাংকের মাধ্যমে তাদের বেতন পরিশোধ করা হবে। এ ছাড়া কাজ ছেড়ে দেওয়া নারীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হবে।

গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় রিয়াদস্থ সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দেশটির লেবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ বিন নাসের আবু থুনিয়ানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।

সভায় দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে বছরে অন্তত দু’বার জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়। এ বছরের নভেম্বরে জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা আয়োজনের ব্যাপারে একমত পোষণ করেন তারা।

সভায় সৌদি আরবের শ্রমমন্ত্রী ঢাকাস্থ সৌদি দূতাবাসে শ্রম উইং খোলার ব্যাপারে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে প্রবাসীকল্যাণ মন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সভায় সৌদি শ্রমমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে নারী গৃহ কর্মীদের জন্য ব্যাংক একাউন্ট খোলা হবে এবং ব্যাংকের মাধ্যমে তাদের বেতন পরিশোধ করা হবে। ২০১৯ সালের শেষ নাগাদই ‘মোসানেদ সিস্টেম’ আরো আপগ্রেড করা হবে এবং কাজ পরিত্যাগকারী নারী কর্মীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি শ্রম মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মাহের আল কাসেম, মহাপরিচালক (দ্বিপাক্ষিক) ফয়সাল আল উতাইবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. যাহিদ হোসেন ও মো. সারোয়ার আলম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল মিনিস্টার এস এম আনিসুল হক এবং শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মো. মেহেদী হাসান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877