বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

হাতপাখার ফয়জুল করীম কি ইন্তেকাল করেছেন, প্রশ্ন সিইসির

হাতপাখার ফয়জুল করীম কি ইন্তেকাল করেছেন, প্রশ্ন সিইসির

স্বদেশ ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হামলার শিকার হয়েছেন। তার হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রশ্ন তুলেছেন, ‘উনি (ফয়জুল) কি ইন্তেকাল করেছেন?’।

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন? না, উনি কি কতটা… আমরা যেটা দেখেছি, ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি, ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। ওনার বক্তব্যও শুনেছি, উনিও বলেছেন-, ‘‘ভোট বাধাগ্রস্ত হচ্ছে না। আমাকে আক্রমণ করা হয়েছে’’।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, আক্রমণের ঘটনার বিষয়ে জানার সঙ্গে সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভোট বাধাগ্রস্ত হয়নি। বিচ্ছিন্ন দু-চারটি ঘটনা ছাড়া সার্বিক অর্থে সুন্দর ও সুচারুভাবে নির্বাচন হয়েছে।

কত শতাংশ ভোট পড়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ধারণা করছেন, খুলনায় ৪২ থেকে ৪৫ শতাংশ এবং বরিশালে ৫০ শতাংশ ভোট পড়তে পারে।

বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে আজ সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয় বিকেল ৪টায়। এবারই প্রথম ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণ ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। এ ছাড়া সিসি ক্যামেরায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পরিস্থিতি মনিটরিং করেন কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877