বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

জামিন পেলেও মুক্তি মেলেনি ইভ্যালীর রাসেলের

জামিন পেলেও মুক্তি মেলেনি ইভ্যালীর রাসেলের

স্বদেশ ডেস্ক:

চেক প্রতারণার চার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রাসেল।

সোমবার (১২ জুন) ঝালকাঠির জেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হলে ওই আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান তার জামিন মঞ্জুর করেন। পৃথক আদেশে ইভ্যালির সাবেক চেয়ারম্যান রাসেল’র স্ত্রী শামীমা নাসরিন এর সকল স্থাবর সম্পত্তি ও অস্থাবর মামালাল ক্রোক করার আদেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন রাসেলের আইনজীবী হাফিজুর রহমান। তিনি বলেন, চারটি মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরো মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। ঢাকা থেকে রাসেলকে শোন এরেস্ট দেখিয়ে ঝালকাঠি আদালতে হাজির করা হয়। তাকে আবার ঢাকার সেন্ট্রাল জেলে পাঠানো হবে। রাসেলের বিরুদ্ধে সারা দেশে ১২১টি প্রতারণার মামলা চলমান রয়েছে।

‘ইভ্যালি’ বাংলাদেশ ভিত্তিক একটি ই-কমার্স প্লাটফর্ম। অল্প সময়ে অনলাইন ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি এখন গ্রাহক ভোগান্তি ও সমালোচনার শীর্ষে অবস্থান করছে। ২০১৮ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে ঝালকাঠি আদালতে রাসেলের প্রতিষ্ঠিত ইভ্যালীর নামে চারটি চেক প্রতারণা মামলা করেছিল স্থানীয় তিনজন গ্রাহক। এদের মধ্যে মো: মুস্তাহিদ আলম কোর্টে দু’টি মামলা করেন। পৃথক দুই মামলায় তার দাবি ৬ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া ৫ লাখ ৯৫ হাজার টাকার দাবিতে কোর্টে মামলা করেছিলেন মো: ইব্রাহীম খলিল। এবং এনামুল হক সাজু নামের আরেক গ্রাহক কোর্টে আরেকটি মামলা করেছিলেন। এই গ্রাহকের দাবি ইভ্যালি কোম্পানির কাছে তার পাওনা ১৮ লাখ ১৭ হাজার ৭১ টাকা। এ তথ্য জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন।

তিনি আরো জানান, মামলার বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে (সি ডাব্লিউ) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি কারাগারে আনা হয় আসামি রাসেলকে। সোমবার সকালে আদালতে স্বশরীরে হাজির হলে পাঁচ হাজার টাকা বেইল বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877