শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১০ জন। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব সৈকতপাড়ের হোটেলটি ছয় ঘণ্টা ধরে জিম্মি করে রেখেছিল। সোমালিয়ার পুলিশ বাহিনী এক বিবৃতিতে বলেছে, হোটেলটি জিম্মিদশা থেকে উদ্ধারে সাহসী নিরাপত্তা বাহিনীর যোদ্ধারা লড়াই করেছে। এতে ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০ জন।

গতকাল শুক্রবার রাত ১০ টার আগে এ হামলার দায় স্বীকার করে আল-শাবাব। এ সময় হামলাকারীরা পিয়ার্ল বিচ হোটেলে তাণ্ডব চালায়।

তাদের এ তাণ্ডব রাত ২ টা অবধি চলে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গুলিবিনিময় হয় বলে দেশটির পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধের সময় সব জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ৮৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা লিডো বিচে বন্দুকহামলা ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি পিয়ার্ল বিচ রেস্টুরেন্টের কাছে ছিলাম যখন ভবনের কাছে বিকট বিস্ফোরণ হয়। আমি সেইসময় পালাতে সক্ষম হই এরপর সেখানে তুমুল গোলাগুলি চলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ