বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১০ জন। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব সৈকতপাড়ের হোটেলটি ছয় ঘণ্টা ধরে জিম্মি করে রেখেছিল। সোমালিয়ার পুলিশ বাহিনী এক বিবৃতিতে বলেছে, হোটেলটি জিম্মিদশা থেকে উদ্ধারে সাহসী নিরাপত্তা বাহিনীর যোদ্ধারা লড়াই করেছে। এতে ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০ জন।

গতকাল শুক্রবার রাত ১০ টার আগে এ হামলার দায় স্বীকার করে আল-শাবাব। এ সময় হামলাকারীরা পিয়ার্ল বিচ হোটেলে তাণ্ডব চালায়।

তাদের এ তাণ্ডব রাত ২ টা অবধি চলে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গুলিবিনিময় হয় বলে দেশটির পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধের সময় সব জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ৮৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা লিডো বিচে বন্দুকহামলা ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি পিয়ার্ল বিচ রেস্টুরেন্টের কাছে ছিলাম যখন ভবনের কাছে বিকট বিস্ফোরণ হয়। আমি সেইসময় পালাতে সক্ষম হই এরপর সেখানে তুমুল গোলাগুলি চলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ