স্বদেশ ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নতুন দাবি করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ শুরু করেছে এবং এতে তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শক্রবার দেশটির শহর সুচিতে পুতিন সাংবাদিকদের বলেছেন, আমরা স্পটভাবে বলতে পারি তারা আক্রমণ শুরু করেছে। তবে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধেরত কোনো এলাকায় তাদের বিবৃত কাজগুলোতে সফল হতে পারেনি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, আমরা দেখতেছি ইউক্রেনীয় শাসনের সেনারা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে তিনি তার এ দাবির ক্ষেত্রে বিস্তারিত কিছু জানান নি।
এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে।
এদিকে ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে ইউক্রেনজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। গত মাসে শুধু ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৭ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।