বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের পদ পেতে পরীক্ষা

ছাত্রলীগের পদ পেতে পরীক্ষা

স্বদেশ ডেস্ক:

রংপুরে ‘স্মার্ট লিডারশিপ’ তৈরিতে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশীদের পরীক্ষা নেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া শেষে ১ ঘণ্টায় ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়া চীন বই থেকে নানা প্রশ্ন করা হয়। ছয় শতাধিক পদপ্রত্যাশী নেতাকর্মী পরীক্ষায় অংশ নেন।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম ডিজিটাল বাংলাদেশের ধারণা সবার কাছে নিয়ে আসেন। ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশ অর্জিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ ও বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সমৃদ্ধিশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর তাই ছাত্রলীগের নেতৃবৃন্দকেও স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে স্মার্ট নেতৃত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, অনেকে বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। কিন্তু তারাও নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। কারাগারের রোজনামচা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হলো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877