স্বদেশ ডেস্ক:
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হওয়ায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বেশির ভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অনেকটা কমে আসবে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অধিকাংশ জায়গায় বিস্তার লাভ করতে পারে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।