শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রদলের সভাপতি- সম্পাদককে শিবিরের অভিনন্দন

ছাত্রদলের সভাপতি- সম্পাদককে শিবিরের অভিনন্দন

স্বদেশ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল মো: সিরাজুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিপন্ন প্রায়, তখন তারা ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধারে জোরালো ভূমিকা রাখবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

শিবির নেতৃবৃন্দ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থ্যতা ও রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877