মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

দেশে খাদ্যশস্য মজুদের পরিমাণ জানালেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশে বর্তমানে (২৪ মে পর্যন্ত) ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল ১২ দশমিক ২৫ লাখ টন, গম ৩ দশমিক ৯৬ লাখ টন এবং ধান ৯ হাজার টন।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারিদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শেখ হাসিনা বলেন, খাদ্য মজুদ বাড়াতে বর্তমান বোরো সংগ্রহ মৌসুমে ৪ লাখ টন ধান ও ১২ দশমিক ৫০ টন চালসহ চাল আকারে সর্বমোট ১৫ দশমিক ১০ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লাখ টন নির্ধারণ করা হয়েছে।

খাদ্যশস্য আমদানির ব্যাপারে তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থবছরে এ পর্যন্ত (২৩ মে পর্যন্ত) ৬ দশমিক ৩৪ লাখ টন চাল ও ৬ দশমিক ৮০ টন গম আমদানি করা হয়েছে।

এ সময় সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখ প্রবাসীকর্মী কর্মরত রয়েছেন। সরকারের অব্যাহত চেষ্টা, সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ৩ লাখ ৮১ হাজার ৮৪৩ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানে নিয়োজিত হয়েছেন এবং ২৬ মে পর্যন্ত সময়ে বাংলাদেশে বৈধ চ্যানেলে প্রায় ৮৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ