স্বদেশ ডেস্ক:
আসন্ন ঈদুল আজহায় নতুন দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে দীপ্ত টিভিতে। এগুলো হলো- আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ’ এবং সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’। ঈদের পর দিন দুপুর ১টায় প্রচার হবে ‘কাগজ’।
যার গল্পে দেখা যাবে, একজন লেখক, যার একেকটি লেখার জন্ম হয় কোনো না কোনো ঘটনার মধ্যদিয়ে। সেই লেখকের জীবনের গল্প নিয়েই তৈরি থ্রিলার-রোমান্টিক ঘরানার এই সিনেমা। অভিনয়ে মামনুন ইমন, আইরিন সুলতানা, মাইমুনা মমসহ অনেকে।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিন দুপুর ১টায় প্রচার হবে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’। এতে দেখানো যাবে, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ। পুলিশি অ্যাকশন ঘরনার এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, তাসকিন আহমেদসহ অনেকে।