নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভেরিফাইড ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। গত ৩০ মে দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ গ্রহণের সময়ই এক হ্যাকার গ্রুপের খপ্পরে পড়ে ওয়েবসাইটটি। সাইটটি হ্যাক করে সেখানে গরুর মাংসের ছয়টি পৃথক রেসিপি ছবিসহ পোস্ট করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে জানিয়েছে, বিজেপির ওয়েবসাইট হ্যাকের বিষয়টি জানান ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক এলিয়ট এল্ডারসন। টুইটে তিনি লিখেন, আগে জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি।
বিজেপির পেজের উপরে হ্যাক হওয়ার পর লেখা উঠেছিল- বিফ লিডারস।
এদিকে হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডাউন হয়ে যায় ওয়েবসাইটটি। এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডিরেক্ট করে দেয়। নির্বাচনের আগেও বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং অনেকদিন ওয়েবসাইট ডাউন ছিল। তখন অবশ্য কোনো প্রাণীর মাংসের ছবি পোস্ট করা হয়নি।
মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরু নিয়ে বিভিন্ন গুজব তুলে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড শুরু হয়েছে।
শুধু মুসলমানরা নয়, খ্রিস্টান অধ্যুষিত মেঘালয়েও গরুর মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অধিকার কর্মীরা অভিযোগ জানিয়ে বলেছেন, গো-রক্ষকদের নিন্দায় মোদি সরকার অনিচ্ছুক। আর পুলিশও তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় না বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।