স্বদেশ ডেস্ক:
বলিউডের তিন খানের মধ্যে সালমান খানের সঙ্গেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের সম্পর্ক তুলনামূলক ভালো। সম্প্রতি ভাইজানের সঙ্গে পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন ‘কুইন’ তারকা। সালমানের এক সময়ের জনপ্রিয় টিভি শো ‘দশ কা দম’-এ উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সেই টিভি শোয়ের একটি অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি; যেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। ওই ভিডিওতে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘ধক ধক কারনে লাগা’ গানে নাচতে দেখা যায় কঙ্গনাকে। সেটাও লেহেঙ্গা পরে। এ সময় অভিনেত্রীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন সালমান। ভিডিওতে সালমানকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, “ও মাই গড, ‘দশ কা দম’! এসকে (সালমান খান) আমাদের এত কম বয়সী দেখাচ্ছে কেন? তার মানে কি আমরা বুড়ো হয়েছি?”
কঙ্গনার এই ভিডিও ও ক্যাপশনে ভক্তরাও বেশ মজা পেয়েছেন। কেউ লিখেছেন, ‘ও মাই গড, ওদের দুজনকেই পছন্দ করি, ওদের একসঙ্গে সিনেমায় দেখার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছি।’ কেউ আবার লিখেছেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী অভিনেতা ও অভিনেত্রী।’ সালমানকে শিগগির ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে। আর কঙ্গনাকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’তে ইন্দিরা গান্ধীর ভূমিকায়।