সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী নারায়ণগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের ‘কিছু করার নেই’ : আইনমন্ত্রী আপনার রাশিফল: সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) যেসব অভ্যাসই বদলে দেবে আপনার জীবন! দুই বছরেরও কম সময়ে দ্বিতীয়বার বাংলাদেশের জন্য নতুন মার্কিন স্যাংশন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে
কয়েক ঘণ্টাতেই বাতাস পরিশুদ্ধ করে গাছ

কয়েক ঘণ্টাতেই বাতাস পরিশুদ্ধ করে গাছ

স্বদেশ ডেস্ক:

নতুন এক গবেষণা বলছে, ঘর কিংবা অফিসের দেয়ালে ঠিকঠাক গাছ লাগানো হলে বাতাসের কিছু সাধারণ বিষাক্ত উপাদান কমে যেতে পারে। অবশ্য এর সঙ্গে কিছু স্পর্শকাতর প্রযুক্তিও যোগ করতে হয়। অস্ট্রেলিয়ায় গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির (ইউটিএস) বিজ্ঞানীরা। তারা বাতাসে থাকা ক্ষতিকর উপাদান মিলিয়ে যাওয়ার সঙ্গে গাছ লাগানো খাড়া দেয়ালের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখেন।

গবেষণায় দেখা যায়, সাধারণ কর্মদিবসে ওই ঘরে ক্যানসারের কারণ হওয়ার মতো বাতাসের উপাদানের উপস্থিতি প্রথম দিকের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

গবেষণাটিতে অর্থায়ন করেছে গাছ লাগানোবিষয়ক কোম্পানি অ্যাম্বিয়াস। তারা ইউটিএসের তালিকাভুক্ত সহায়তাকারী। তবে গবেষণায় যে পরীক্ষাগার ব্যবহার হয়েছে, তা জনসমাগম হয় এমন যে কোনো জায়গার চেয়ে অনেক ছোট।

গবেষণায় পাওয়া ধারণাটি এমন- যে কোনো অফিস ভবন, হাসপাতাল এবং ক্লাসরুমে যদি গাছ লাগানো দেয়াল বানানো হয়, তা হলে ঘরের মধ্যে বাতাসের মান উন্নত হতে পারে।

উল্লেখ করা প্রয়োজন, গবেষণাটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি। তবে অতীতে গবেষণায় দেখা গেছে, বাতাসের গ্যাসীয় উপাদান শুষে নিতে পারে ঘরের মধ্যকার গাছ।

ইউটিএসের পরিবেশ বিজ্ঞানী ফ্রেজার টরপি বলেন, ‘গাছ কেবল কয়েক ঘণ্টার মধ্যে বেশিরভাগ দূষিত উপাদান তুলে নেয় না, তারা বেশিরভাগ দূষিত উপাদানের ক্ষতিকর চলাফেরাও অতি দক্ষতার সঙ্গে বন্ধ করতে পারে।’ টরপি এবং তার দল বিশেষ উদ্দেশে নির্মিত ৯টি বক্সে অ্যাম্বিয়াসের খাড়া দেয়াল ব্যবহার করে পরীক্ষা চালায়। এসব বক্সের ভেতর জমা হয় সামান্য পরিমাণ দূষিত উপাদান। গবেষকরা সেখানেও গ্যাসের মাত্রা পরিমাপ করেন।

সূত্র : সায়েন্স অ্যালার্ট

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877