স্বদেশ ডেস্ক:
নতুন এক গবেষণা বলছে, ঘর কিংবা অফিসের দেয়ালে ঠিকঠাক গাছ লাগানো হলে বাতাসের কিছু সাধারণ বিষাক্ত উপাদান কমে যেতে পারে। অবশ্য এর সঙ্গে কিছু স্পর্শকাতর প্রযুক্তিও যোগ করতে হয়। অস্ট্রেলিয়ায় গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির (ইউটিএস) বিজ্ঞানীরা। তারা বাতাসে থাকা ক্ষতিকর উপাদান মিলিয়ে যাওয়ার সঙ্গে গাছ লাগানো খাড়া দেয়ালের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখেন।
গবেষণায় দেখা যায়, সাধারণ কর্মদিবসে ওই ঘরে ক্যানসারের কারণ হওয়ার মতো বাতাসের উপাদানের উপস্থিতি প্রথম দিকের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
গবেষণায় পাওয়া ধারণাটি এমন- যে কোনো অফিস ভবন, হাসপাতাল এবং ক্লাসরুমে যদি গাছ লাগানো দেয়াল বানানো হয়, তা হলে ঘরের মধ্যে বাতাসের মান উন্নত হতে পারে।
উল্লেখ করা প্রয়োজন, গবেষণাটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি। তবে অতীতে গবেষণায় দেখা গেছে, বাতাসের গ্যাসীয় উপাদান শুষে নিতে পারে ঘরের মধ্যকার গাছ।
ইউটিএসের পরিবেশ বিজ্ঞানী ফ্রেজার টরপি বলেন, ‘গাছ কেবল কয়েক ঘণ্টার মধ্যে বেশিরভাগ দূষিত উপাদান তুলে নেয় না, তারা বেশিরভাগ দূষিত উপাদানের ক্ষতিকর চলাফেরাও অতি দক্ষতার সঙ্গে বন্ধ করতে পারে।’ টরপি এবং তার দল বিশেষ উদ্দেশে নির্মিত ৯টি বক্সে অ্যাম্বিয়াসের খাড়া দেয়াল ব্যবহার করে পরীক্ষা চালায়। এসব বক্সের ভেতর জমা হয় সামান্য পরিমাণ দূষিত উপাদান। গবেষকরা সেখানেও গ্যাসের মাত্রা পরিমাপ করেন।
সূত্র : সায়েন্স অ্যালার্ট