ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে বিজেপি। দল থেকে গতবারের মতো এবারও মন্ত্রী হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। নতুন করে মন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘অসুস্থ’ বলে খোঁচা দিলেন তিনি।
গত বৃহস্পতিবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাবুলের বাড়ির সামনে মানুষের ঢল নামে। শুক্রবার বাবুল বলেন, ‘আমি বরাবরই প্রকৃতিপ্রেমী। গাছ, পাখি খুব ভালবাসি। সেখানে এমন একটা দপ্তরের দায়িত্ব পেলাম, যেখানে ভালবাসার জিনিসের যত্ন নেওয়ার সুযোগ পাব। এর থেকে ভাল আর কী হয়?’
মমতাকে খোঁচা দিয়ে বাবুল বলেন, ‘মমতার বক্তব্যে বিপ লাগাতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। সবাই মিলে টুইট, এসএমএস, হোয়াটসঅ্যাপে তাকে গেট ওয়েল সুন বলা উচিত। আমার তো এমনও পরিকল্পনা আছে যে ওকে ২০ লাখ গ্রেটিংস পাঠাব।’
শিগগিরই মমতা পশ্চিমবঙ্গের ক্ষমতা হারাবে মন্তব্য করে বলিউড ও টলিউডের জনপ্রিয় এ শিল্পী বলেন, ‘মুখ্যমন্ত্রীর সম্মান ইতিমধ্যেই মাটিতে লুটিয়েছেন। যারা তাকে নির্বাচিত করেছেন, তারাই আর চেয়ারে রাখবেন না, তা তিনি বুঝে গেছেন। তিনি বাংলার সভ্যতা, কৃষ্টি নষ্ট করছেন। বাঙালি হিসেবে লজ্জিত হচ্ছি। বিশ্ববাসীর কাছে আমাদের মাথা নিচু হচ্ছে।’
এ সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে সুযোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান বাবুল সুপ্রিয়।