মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

একাত্তরের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির দাবি জাতিসঙ্ঘের অ্যাজেন্ডায়

একাত্তরের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির দাবি জাতিসঙ্ঘের অ্যাজেন্ডায়

স্বদেশ ডেস্ক:

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিকে জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিল অন্তর্ভুক্ত করেছে।

আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের ৫৩তম অধিবেশনের অ্যাজেন্ডা আইটেম-৩ এ এই দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রবাসী বাংলাদেশী সংগঠন স্টিচিং বাসুগ (বাংলাদেশ সাপোর্ট গ্রুপ) জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বিশেষ পরামর্শক মর্যাদার সাথে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো- আমরা একাত্তর, প্রজন্ম ‘৭১, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ও সেরাজী ফাউন্ডেশন-এর জারি করা লিখিত বিবৃতি গ্রহণ করেছেন।

১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত করে বিবৃতিটি ২৯ মে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) রেজুলেশন ১৯৯৬/৩১ অনুযায়ী প্রচারিত হয়েছিল।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877