স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন টারা রিডি। মিথ্যা-বানোয়াট উল্লেখ করে বাইডেন সেই অভিযোগ অস্বীকার করেন। রিপাবলিকান প্রার্থী ও তখনকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৭৮ বছর বয়সী বাইডেন। তবে অভিযোগ তুলেই আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছিলেন ৫৬ বছরের টারা।
এই মার্কিন নারী এখন নতুন করে আবার আলোচনায় এসেছেন। কারণ, টারা এখন রয়েছেন রাশিয়ায়। গতকাল মঙ্গলবার (৩০ মে) মস্কোয় টারা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেশটির নাগরিকত্ব চান তিনি। তার এমন মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
টারার বয়স এখন ৫৯ বছর। ১৯৯৩ সালে স্বল্প সময়ের জন্য বাইডেনের কংগ্রেশনাল অফিসে কাজ করেন তিনি। রাশিয়ার স্পুতনিক মিডিয়া গ্রুপে প্রচারিত এক সাক্ষাৎকারে এই নারী বলেন, তিনি ছুটি কাটাতে রাশিয়ায় এসেছেন। এখন দেশটির নাগরিক হতে চান।
টারার মন্তব্য, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের একজন আইনপ্রণেতা তাকে বলেছেন যে দেশে তার জীবন হুমকিতে রয়েছে। তাই তিনি নাগরিকত্ব নিয়ে রাশিয়ায় থেকে যেতে চান। টারা বলেন, ‘আমি যখন উড়োজাহাজ থেকে নেমে মস্কোর মাটিতে পা দিয়েছি, দীর্ঘসময় পর প্রথমবারের মতো তখন নিরাপদ ও সম্মানিত বোধ করেছি।’
তবে জো বাইডেন শুরু থেকেই সাবেক সহযোগী টারার তোলা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে এসেছেন। এ বিষয়ে বাইডেনের মন্তব্য, ‘এটা সত্য নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, এমন ঘটনা কখনোই ঘটেনি, কখনোই নয়।’
তবে টারার এই অভিযোগ নিয়ে কখনো আনুষ্ঠানিক তদন্ত হয়েছে কি না, সেটা জানা যায়নি।