স্বদেশ ডেস্ক: ইসরায়েলে গতকাল সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির নাগরিকরা। একে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যনির্ধারণী ভোট হিসেবে দেখা হচ্ছে। তিনি পঞ্চম মেয়াদে জয়ী হওয়ার জন্য লড়ছেন। গত ৯ এপ্রিল ইসরায়েলে সাধারণ নির্বাচনে নেতানিয়াহু সরকার গঠন করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়। বিবিসি।
ইসরায়েলের ইতিহাসে এই প্রথম এক বছরে দুবার সাধারণ নির্বাচন আয়োজনের ঘটনা ঘটল। ১১ হাজার ১৬৩টি পোলিং স্টেশনে ভোট নেওয়া শুরু হয়। পার্লামেন্টের ১২০টি আসনে ৩১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সব শেষ জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে বেনি গান্টজের মধ্যপন্থি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। লিকুদ ৩২টি আসন পেতে পারে। আর ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পেতে পারে ৩১টি আসন।
এপ্রিলের ভোটে নেতানিয়াহুর দল ৩৬টি আসন পেয়েছিল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান বেনির দল পেয়েছিল ৩৫টি আসন।
রাজনৈতিক বিশ্লেষক মায়ের কোহেনের মতে, নেতানিয়াহু বা বেনির মধ্যে কেউই এককভাবে নতুন সরকার গঠন করতে পারবেন না। সে ক্ষেত্রে একটি পথই খোলা থাকবে, তা হলো ঐক্যের সরকার।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা চলছে। তিনি নির্বাচনে হারলে তার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে।