শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একসঙ্গে তাহসান-মিথিলা, সন্তানকে নিয়ে ঘুরছেন নিউইয়র্কে

একসঙ্গে তাহসান-মিথিলা, সন্তানকে নিয়ে ঘুরছেন নিউইয়র্কে

স্বদেশ ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি ছিল তাহসান-মিথিলা। কিন্তু ২০১৭ সালের ২০ জুলাই হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন এই দুই তারকা। তবে একমাত্র মেয়ে আইরা তাহরিম খানের কারণে প্রায়ই এক হন তারা।

এবার জানা গেল, মেয়েকে নিয়ে একসঙ্গে নিউইয়র্কে ঘুরছেন তাহসান-মিথিলা। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বলে দিচ্ছে, তারা এখন কোথায় ও কী করছেন। দেখা যায়, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে থেকে তাহসান ও মিথিলা তাদের মেয়ের ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রামে।

তাহসানের আপলোড করা ছবিতে দেখা গেছে, মেয়েকে কাঁধে নিয়ে তিনি হাঁটছেন। আর মিথিলা প্রকাশ করেছেন মেয়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ছবি। দু’জনের ছবিতে একই পোশাকে দেখা গেছে আইরাকে। এছাড়া দু’জনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কসহ বিভিন্ন স্থান থেকে মেয়ের একাধিক ছবি আপলোড করেছেন।

ছবিগুলোতে অনেক ভক্তই প্রশ্ন রেখেছেন, তবে কি আবারও এক হচ্ছেন তারা। ভক্তদের এমন প্রশ্নে দুইজনের কেউই মুখ খোলেননি।

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। আর ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে কন্যা সন্তান আইরা তাহরিম খানের জন্ম হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877