স্বদেশ ডেস্ক:
রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার স্থাবর-অস্থাবর সম্পদ থেকে জরিমানার টাকা আদায় করা হবে।
আজ মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় দেন। দণ্ড পাওয়া আসামির নাম আজাহার আলী (৫৫)। রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার বাসিন্দা তিনি।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু জানান, আজাহার আলী প্রায়ই তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন করতেন। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আজাহার।
এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আদালত রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।