স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এ সময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত হন।
গতকাল সোমবার রাত ২টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গতকাল রাতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে নিহত ও বাবা গুরুতর আহত হন। মরদেহগুলো উদ্ধার করে ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।