বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা।

সোমবার (২৯ মে) সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সেখান থেকে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে যান তিনি। এছাড়াও আরো কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।

সেখানে ক্যাম্পে ব্র্যাকের ইয়ুৎ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন। এছাড়াও শরণার্থী বিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজ্জা জানান, পরিদর্শনকালে ওআইসির মহাসচিব রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন ও রোহিঙ্গাদের সমস্যার কথা শুনেছেন। ওই দিন বিকেলেই বিমানযোগে ঢাকায় ফিরে যান তিনি।

ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে জোরদার ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877