বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

এরদোগানকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

এরদোগানকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

স্বদেশ ডেস্ক:

নির্বাচনে জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গত ১৪ মে ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।’

তিনি বলেন, ‘তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে পুনঃনির্বাচন আপনার বলিষ্ট নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।’

রজব তৈয়ব এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারুগ্লুকে হারিয়ে জয়ী হয়েছেন এরদোগান।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877