বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

উত্তপ্ত মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৩ বিচ্ছিন্নতাকামী নিহত

উত্তপ্ত মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৩ বিচ্ছিন্নতাকামী নিহত

স্বদেশ ডেস্ক:

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩৩ জনের মতো বিচ্ছিন্নতাকামী নিহত হয়েছে বলে রোববার জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

মুখ্যমন্ত্রী বিরেন সিং আরো জানান, হেলিপ্টারসহ কমান্ডো অভিযান চলছে। আমরা বের করার চেষ্টা করছি, এ সন্ত্রাসীরা কারা? কারা হামলা করছে সাধারণ জনগণের ওপর?’

এর আগে, এ মাসের শুরুতে ৩ কোটি ২০ লাখ মানুষের এ রাজ্যটিতে বেসামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য এবং সেনাসদস্য মোতায়েন করেছে।

সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মিয়ানমার সীমান্তের রাজ্যটিতে।

পাহাড়ি উপজাতি গোষ্ঠীগুলো সমতলের জাতিগত সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপজাতিদের অর্থনৈতিক সুবিধা এবং কোটা নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সৃষ্টি।

এ সংঘর্ষে এখন পর্যন্ত ৬০ জনের মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৩৫ হাজারের মতো মানুষ।

মিয়ানমারের সাথে মণিপুরের ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থানের পর কয়েক হাজার শরণার্থী সীমান্ত পার হয়ে ভারতীয় রাজ্যটিতে এসে অবস্থান নিয়েছে।

সূত্র : রয়টার্স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877