বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

বৃষ্টি থেকে রেহাই পেল না আইপিএল ফাইনাল, খেলা সোমবার

বৃষ্টি থেকে রেহাই পেল না আইপিএল ফাইনাল, খেলা সোমবার

স্বদেশ ডেস্ক:

বৃষ্টি থেকে শেষ পর্যন্ত আর রক্ষা পেল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনাল। রোববার প্রায় সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষার পরও মাঠে গড়ায়নি একটা বলও। এমনকি করা গেল না টসও। শিরোপা জয়ীদের দেখতে আগামীকাল (সোমবার) পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে সমর্থকদের।

সম্ভাবনা আগেই ছিল, আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছিলেন যে বাতাসের সাথে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে রোববার।

ফাইনালের জন্য নির্ধারিত ২৮ মে নামাই গেল না মাঠে। বাধ্য হয়ে ২৯ মে রিজার্ভ ডে-তে শিরোপা ভাগ্য নির্ধারণ হবে।

রোববার রাত ৮টায় ভারতের আহমেদাবাদের বিখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার মেগা ফাইনাল। এর আগে মাঠেই আয়োজন করা হয়েছিল জাঁকজমক সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি কোনোরকম শেষ করা গেলেও বৃষ্টি বাধায় আর খেলা শুরু করা যায়নি।

মাঝে অবশ্য একবার বৃষ্টি থেমেছিল। কভার উঠিয়ে মাঠের পরিচর্যাও শুরু করে মাঠ-কর্মীরা। তবে আবার বৃষ্টি শুরু হলে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় রিজার্ভ ডে-তে ফাইনাল পরিচালনার সিদ্ধান্ত জানান আম্পায়াররা। যা আইপিএল ইতিহাসে প্রথমবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877