শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ফোবানা থেকে চক্রান্তকারীদের বয়কটের আহ্বান

ফোবানা থেকে চক্রান্তকারীদের বয়কটের আহ্বান

স্বদেশ ডেস্ক:

ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স অব নর্থ আমেরিকা-ফোবানা (গিয়াস- নেওয়াজ) এর সংবাদ সম্মেলনে সংগঠনের স্টিয়ারিং কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন  রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রায় এক বছর পর ফোবানার পূর্ণাঙ্গ কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আগামী ১১ জুন রোববার কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এসময় সংগঠনের চেয়ারম্যান দাবিদার আলী ইমাম শিকদারের মতো কতিপয় লোকের ফোবানার নাম ভাঙিয়ে অপকর্ম করছেন বলা হয়, ফোবানার মধ্যে কিছু ‘ব্যাড এলিমেন্ট’ (দুষ্ট লোক) ঢুকে পড়েছে। তারা বিশৃংখলা সৃষ্টি করছে এবং বিভক্তিতে ইন্ধন দিচ্ছে। তারা ক্ষমতা ও লোভের মোহে ফোবানায় এমন ঘটনা ঘটাচ্ছে। এসময় কমিউনিটির ‘ব্যাড এলিমেন্ট’দের বয়কটের আহ্বান জানানো হয়।

গিয়াস আহমেদ বলেন, তারা ফোবানার স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি শাহ নেওয়াজকেও বিভ্রান্ত করছে। যে কারণে হয়তো শাহ নেওয়াজ ফোবানার সভায় আসছেন না, আমাদের ফোনও ধরছেন না। উল্লেখ্য, শাহ নেওয়াজ এই সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গিয়াস আহমেদ ও ডা. মাসুদুর রহমান বক্তব্য রাখেন। এর আগে ফোবানার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন- প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকতার হোসেন, উপদেষ্টা যথাক্রমে আতিকুর রহমান সালু, ডা. মাসুদুর রহমান, খন্দকার ফরহাদ, মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, ডা. ইবরুল চৌধুরী, আবু জাফর মাহমুদ ও ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।

স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান- গিয়াস আহমেদ, ভাইস চেয়ারম্যান- কাজী সাখাওয়াত হোসেন আজম ও আবুল আজাদ (টরন্টো, কনাডা), মেম্বার সেক্রেটারি- শাহ নেওয়াজ, সহ মেম্বার সেক্রেটারি- উত্তম দে (আটলান্টা, জর্জিয়া), কোষাধ্যক্ষ- সৈয়দ এনায়েত আলী, সদস্য যথাক্রমে তৌফিক এজাজা (মন্ট্রিয়েল, কানাডা), আসিফ বারী টুটুল, আবু জোবায়ের দারা (কানাডা), হাসানুজ্জামান হাসান, ওয়াহিদ কাজী এলিন, নিশান রহীম, ফিরোজ আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, নিয়াজ আহমেদ জুয়েল, মো. আনোয়ার হোসেন, কিউ জামান, মো. আনোয়ারুল ইসলাম, কাজী তোফায়েল ইসলাম, আহসান হাবীব, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, এম এ খালেক, তারেক হাসান খান, নূরুল আজিম, মিজানুর রহমান চৌধুরী, আকাশ রহমান, মোহন জব্বার, মো. শহিদুল ইসলাম ঠান্ডু ও ইলিয়াস হোসেন (আটলান্টা, জর্জিয়া), ইমরানুল হক চাকলাদার ও মো. ইলিয়াস খান (ফ্লোরিডা), মাহিম আহমেদ (মন্ট্রিয়েল, কানাডা), কবিরুল ইসলাম, নেসার আহমেদ ও মো. কাজল (ওয়াশিংটন ডিসি), সোহরাব হোসেন (বস্টন), জাকারিয়া রুমি (নিউজার্সী), কামরুল আহমেদ (শিকাগো), দেওয়ান আজিম জুয়েল (টরন্টো, কনাডা), কাজী চৌধুরী (টেক্সাস), নাজমুল আলম শ্যামল, সাখাওয়াত হোসাইন সুমন ও আবুল কালাম (কানাডা)।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সৈয়দ এনায়েত আলী, ওয়াহিদ কাজি এলিন, কিউ জামান, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, নুরুল আজিম, আকাশ রহমান ও তোফায়েল আহমেদ এবং শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877