স্বদেশ ডেস্ক:
চার দিনের কর্মসূচির তৃতীয় দিনে নয় বিভাগের ১৭টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি।
শুক্রবার দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির মিডিয়া সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়ক পশ্চিম প্রান্তে জনসমাবেশ করবে বিএনপি।
এছাড়া অন্য বিভাগের জেলায় থাকবেন :
রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমদ চৌধুরী।
ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
চট্টগ্রাম বিভাগ খাগড়াছড়ি জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
চট্টগ্রাম বিভাগ বান্দরবান জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
রংপুর বিভাগ ঠাকুরগাঁও জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বরিশাল বিভাগ বরগুনা জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
খুলনা বিভাগ চুয়াডাঙ্গা জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু।
ঢাকা জেলা জিনজিরা সকাল ১১টায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বরিশাল বিভাগ পিরোজপুর জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার।
ফরিদপুর বিভাগ মাদারীপুর জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রংপুর বিভাগ সৈয়দপুর জেলা প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।