স্বদেশ ডেস্ক:
রাজধানীর বনানী পুলিশ চেকপোস্টে আশরাফুজ্জামান রনি (২২) নাম এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনির বাড়ি ধামরাই বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি দায়িত্ব পালন করতে আসেন। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করেন তিনি। অন্য পুলিশ সদস্যরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
রনির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।