স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কে গেল সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো দুই কিশোর বন্ধু। এদের একজন গ্যারেট ওয়ারেন (১৩) অপরজন আলফা ব্যারি (১১)। গত রোববার ও সোমবার দুই জনের নিখোঁজ হওয়ার কথা জানায় তাদের পরিবার। এরপর পুলিশ খুঁজতে শুরু করে দুই কিশোরকে।
গত ১৮ মে বৃহস্পতিবার সকালে হারলেম নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। যেটি গ্যারেটের বলে ধারনা করা হয়। কিন্তু অপর বন্ধুর খোঁজ তখনো মেলেনি। এরপর দুই দিন ধরে হারলেম নদীতে বোট চালিয়ে এবং উপর থেকে হেলিকপ্টার উড়িয়ে চলে অপর বন্ধুর খোঁজ।
অবশেষে শনিবার সকালে হাডসন নদীতে ভাসমান পাওয়া যায় আরেকটি মরদেহ। সেটি আলফা ব্যারির মরদেহ বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ মনে করছে হারলেম নদী থেকে স্রোতে ভেসেই মরদেহটি হাডসনে যায়। এই দুইবন্ধু নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা। গত শুক্রবার এই দুই জনকে সবশেষ একসঙ্গে দেখা যায়।