শনিবার, ২৫ মে ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

আমার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান : ইমরান খান

আমার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান : ইমরান খান

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে তার কোনো ‘সমস্যা’ নেই। তবে তিনি অভিযোগ করেছেন যে তার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান। আল জাজিরাকে তিনি একথা বলেন।

শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষতকারে ইমরান খান বলেন, ‘তার সাথে আমার কোনো সমস্যা নেই। তবে তার মনে হচ্ছে আমার সাথে সমস্যা আছে।’

সামরিক স্থাপনায় ক্ষতি সাধনের সাথে জড়িত পিটিআইয়ের সমর্থকদের বিতর্কিত সেনা আইনে বিচার করার ঘোষণার প্রেক্ষাপটে ইমরান খান এই মন্তব্য করলেন।

ইমরান বলেন, ‘সেনাপ্রধানকে ক্ষুব্ধ করার মতো কিছু আমি করিনি। তবে তিনি কী কারণে আমার বিরুদ্ধে আছেন, তা আমি জানি না।’ তিনি অভিযোগ করেন, তাকে গ্রেফতার করতে জেনারেল মুনির নির্দেশ দিয়েছিলেন।

লাহোরে নিজ বাড়িতে সাক্ষাতকার প্রদানের সময় ৭০ বছর বয়স্ক ইমরান খান অভিযোগ করেন, তার দলের সাড়ে সাত হাজার সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তিনি তাকে গ্রেফতার করা হলে সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বানও জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার সহিংসতার উদাহরণকে ব্যবহার করে বিরোধী দলের কার্যক্রমের ওপর দমনপীড়ন চালাতে চাইছে।

তিনি বলেন, ‘দলের পুরো নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা আছে। যেকোনো সময় আমাকে গ্রেফতার করা হতে পারে।’

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877