স্বদেশ ডেস্ক:
গ্রিসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল বিপুলভাবে জয়ী হয়েছে। তবে তার দল রোববারের ‘রাজনৈতিক ভূমিকম্প’ সৃষ্টি করলেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য আরেক দফা নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আশা করছেন, ওই নির্বাচনের ফলে তার দল একাই শাসন করার ক্ষমতা লাভ করবে।
এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের মধ্যে প্রধানমন্ত্রীর নিউ ডেমোক্র্যাসি পার্টি ৪০.৮ ভাগ ভোট পেয়েছে। ফলে বামপন্থী আলেক্সিস সিপ্রাসের সাইরিজা পার্টির চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে গেছেন। সিপ্রাসের দল পেয়েছে ২০.১ ভাগ ভোট।
সুস্পষ্টভাবে এগিয়ে থাকলেও গ্রিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে নিউ ডেমোক্র্যাসির আরো ছয়টি আসন লাগবে। ফলে সরকার গঠন করতে দলটিকে অন্য কারো সহায়তা নিতে হবে কিংবা নতুন নির্বাচন আয়োজন করতে হবে। প্রধানমন্ত্রী নতুন নির্বাচনের দিকেই যাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকরা চার বছরের জন্য একটি শক্তিশালী সরকার চায়।
সিপ্রাসও নতুন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনী চক্র শেষ হয়ে যায়নি। তিনি বলেন, আগামী লড়াই হবে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত।
সূত্র : আল জাজিরা