রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

আফগান প্রেসিডেন্টের সমাবেশস্থলের কাছে বিস্ফোরণ, নিহত ২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সমাবেশস্থলের কাছাকাছি আজ একটি বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তবে প্রেসিডেন্ট ঘানির কোনো ক্ষতি হয়নি। দেশটির স্থানীয় গণমাধ্যম ও হাসপাতাল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের সংবাদ সংস্থা তোলো জানায়, রাজধানী কাবুলের পারওয়ান প্রদেশে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশটিতে সরাসরি বিস্ফোরণ ঘটানো হয়নি। এবং এতে প্রেসিডেন্ট ঘানির কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন।

স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তারা পরে জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

প্রাদেশিক হাসপাতালটির প্রধান আব্দুল কাসেম সানগিন বলেন, ‘আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে আহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। এখনো সেখান থেকে আহতদের অ্যাম্বুলেন্সে করে আনা-নেয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

প্রাদেশিক কর্মকর্তারা জানান, ‘বিস্ফোরণে আঠালো জাতীয় বোমা ব্যবহার করা হয়েছে। এটি সমাবেশস্থলের প্রবেশ পথের সামনে একটি পুলিশের গাড়ির সাথে লাগানো ছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ